মঙ্গলে পাওয়া গেল পিরামিডের মতো রহস্যজনক দরজা
মঙ্গলে পাওয়া গেল পিরামিডের মতো রহস্যজনক দরজা
সম্প্রতি নাসার কিউরিসিটি রোভার অদ্ভুত একটি ছবি পাঠিয়েছে সেখানে দেখা যায় হুবহু মিশরের পিরামিডের মতো দরজার খোঁজ মিলেছে মঙ্গল গ্রহে ছবিটিতে দেখা যায় পাহাড় কেটে ভেতরে যাওয়া একটা পথ তৈরি করা হয়েছে সেটি যেন কোন প্রাণীর বাসস্থান যেখানে এই
রহস্যময় দরজা |
দরজাটি পাওয়া যায় তাকে বলা হয় গ্রীনহাউজ পেডিমেন্ট শাতিমে ছবিটি তোলা হয়েছে নাসার কিউরি সেটের
ছবিটি তোলা হয়েছে নাসার কিউরি সেটের |
যে ভিনগ্রহীরা স্থাপত্য নিদর্শন আকার দেখে তাদের উচ্চতার সম্পর্কেও ধারণা করে নিয়েছেন কেউ কেউ এমনই একজন বিশেষ করে তার দাবি করে পাঠানো ছবিতে তিনি প্রথম যার মত প্রবেশদ্বার চিহ্নিত করেছেন তিনি বলেন মঙ্গলে পাওয়া দরজার মাপ অনেকটাই ছোট উচ্চতা মাত্র তিন
ফুটের মতো এ থেকে বোঝা যায় সেখানে বসবাসকারী খুবই কম উচ্চতার ছিল সেই ছবি ভাইরাল হতে ওয়ারিং এর অনুরাগীদের মধ্যে বিশ্বাস জন্মেছে যে মঙ্গলে একসময় অত্যাধুনিক সভ্যতা ছিল তবে তার দাবি ভিত্তিহীন বলে
করেছেন বিজ্ঞানীরা মঙ্গল নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা
করছেন ব্রিটিশ ভূবিজ্ঞানী নীল হস্কিনস তিনি জানান মঙ্গলে পাহাড়ের গায়ে দরজার মত প্রবেশদ্বার নিয়ে যে মতামত উঠে আসছে তার খুব একটা ভিত্তি নেই এটি প্রাকৃতিক কারণে সৃষ্টি হয়েছে এর সঙ্গে গ্রহটির সভ্যতার কোন সম্পর্ক নেই নাসার বিজ্ঞানীরা ধারণা করছেন ওই দরজা আকৃতিটি আসলে পাথরের ভাঙা অংশ ক্রমাগত ভূমিকম্পের
কারণে এমন ধরনের আকৃতি ধারণ করেছে চলতি বছরের 4 মে গ্রহটিতে সবচেয়ে ভয়াবহ ভুমিকম্পের তথ্য জানা গেছে হতে পারে এর কারনে পিরামিডের মতো পথ তৈরি হয়েছে যদিও প্রাথমিকভাবে হাওড়া করা হয়েছিল এটি মঙ্গলের কেন্দ্রে যাওয়ার একটি চ্যানেল কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন দরজাটি আসলে পাথরের মাঝখানে
তৈরি একটি গর্ত যেকোনোভাবে লাল কাদামাটি দিয়ে ভরা ছিল কিন্তু ভূমিকম্পের ফলে সেগুলো সরে গেছে তাই সেই ফাটলের এখন ছবিতে দরজার মত দেখাচ্ছে গত কয়েক বছরে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা লাল
গ্রহটির অদ্ভুত ও দর্শনীয় কিছু ছবি পেয়েছে সাধারণ মানুষ এসব অনুসন্ধানে এলিয়েনদের সাথে যোগ সূত্র খুঁজে পেতে চেষ্টা করে তাই এবার প্রতিষ্ঠানটি আগে থেকেই সতর্ক করে দিয়েছে তারা জানিয়েছে এই
ধরনের গল্প থেকে আমাদের দূরে থাকতে হবে তদন্ত না হওয়া পর্যন্ত সকল ধরনের গুজব এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে গতমাসে অদ্ভুত আকৃতির একটি ছবি প্রকাশ করেছিল নাস্তা ইনস্টাগ্রামের শেয়ার করা
ছবিটি নিয়ে হৈচৈ পড়ে গিয়েছিল পুরো দুনিয়ায় অনেকেই সেটিকে এলিয়েন এর পায়ের ছাপ বলে অভিহিত করেছেন তবে সংস্থাটির স্পষ্ট জানিয়ে দিয়েছে ওই ছবি আসলে মঙ্গল গ্রহের একটি গর্তে এছাড়াও 2021 সালের
চীনের ইউটিউবার চাঁদের একটি ছবি পাঠিয়ে ছিল সেটি নিয়েও তৈরি হয়েছিল নানা রকম বিভ্রান্তি সেই ছবিতে চাঁদের মাটিতে একটি বর্গাকার কিউব আকৃতির চিত্র দেখা গিয়েছিল শুরুতে অনেকেই বলেছিলো
এটি এলিয়েনদের বাড়ি তবে পরবর্তীতে তদন্তের মাধ্যমে সকলের বিভাগে সেখানে উঠে আসে এটি আসলে ঘনকাকৃতির একটি পাথর যার কারণে কুড়ে ঘরের মতো দেখাচ্ছিল দর্শক এতক্ষণ পড়াজন্য অসংখ্য ধন্যবাদ দেশ-বিদেশের আরও তথ্য পেতে টকটেকবিডি এর সাথেই থাকুন